বিজ্ঞাপন

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল ক্যারিবীয় দেশ বার্বাডোজ

May 26, 2018 | 8:28 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছে ক্যারিবীয় দেশ বার্বাডোজ। দেশটির নতুন এই প্রধানমন্ত্রীর নাম মিয়া মোটলি। ৫২ বছর বয়সী মিয়া একজন আইনজীবী।

দেশটির সংসদের মোট ৩০ আসনের সবকটিতেই জিতে গেছে বার্বাডোজ লেবার পার্টি (বিএলপি) যার নেতৃত্বে রয়েছেন মিয়া। ক্ষমতাসীন ডেমোক্রাটিক লেবার পার্টি (ডিএলপি) সংসদের একটি আসনও জিততে পারেনি।

তবে এই পরাজয়ের জন্য বিদায়ী প্রধানমন্ত্রী নিজের দলের অজনপ্রিয়তাকেই দায়ী করেছেন ফ্রনডেল স্টুয়ার্ট। তিনি স্বাভাবিকভাবে নিজেদের হেরে যাওয়া মেনে নিয়েছেন। তিনি বলেছেন, স্বচ্ছ, অসঙ্কোচ এবং অবিসংবাদিতভাবে এই পরাজয় মেনে নিচ্ছি। এই নির্বাচন এটিই প্রমাণ করে যে বার্বাডোজে গণতন্ত্র বেঁচে আছে এবং ভাল আছে।’ নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সংসদে এখন বিরোধী সদস্য না থাকায় নতুন প্রধানমন্ত্রী সংসদ ঠিকমতো চলার ব্যাপারে আশংকা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি দেশের সব জনগণকে ধন্যবাদ দিতে চাই। এই জয় আমার নয়, এই জয় লেবার পার্টির।’

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন