বিজ্ঞাপন

রিয়াল ছাড়ার আভাস রোনালদোর!

May 27, 2018 | 1:14 pm

সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

শনিবার (২৬ মে) রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে রিয়ালের হয়ে মাইলফলক ছুঁলেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচবার শিরোপা জিতলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা স্ট্রাইকার। কিন্তু রিয়ালের শিরোপা জয়ের ম্যাচ শেষে রোনালদো আভাস দিয়েছেন রিয়াল ছাড়ার।

চলতি মৌসুমের শুরুর দিকে নিজেকে মেলে ধরতে না পারলেও দুর্দান্ত নিজেকে তুলে ধরেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এসে গোল করতে না পারলেও পুরো মৌসুমে অসাধারণ খেলেছেন পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়নস লিগে সবমিলিয়ে ১৫টি গোল আছে তার ঝুলিতে।

ম্যাচ জয়ের পর রিয়াল ছাড়া প্রসঙ্গে ইংলিশ এক গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘কিছুদিনের মধ্যেই আমি আমার ভক্তদেরকে সব উত্তর দেবো। রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটিয়েছি। আমরা ইতিহাস গড়েছি।’

বিজ্ঞাপন

রোনালদো অবশ্য এই সময়টাকে শুধুমাত্র উপভোগ করতে চাইছেন, ‘সময়টা উদযাপন করতে চাই। সতীর্থদের সঙ্গে বিজয়ের উদযাপন করবো। তবে কিছুদিনের মধ্যে উত্তর দিয়ে দেবো।’

শিরোপা জয়ের আনন্দে ভাসতে থাকা রিয়াল অধিনায়ক রার্জিও রামোস অবশ্য ব্যাপারটাকে সহজভাবে নিতে পারছেন না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পর্তুগিজ তারকার এমন ইঙ্গিতের মানেটাই খুঁজতে চাইলেন তিনি, ‘আমার মনে হচ্ছে সে গ্রীষ্মের কথা বলছে। এখানে যদি আসলেই কিছু থাকে, তাহলে তার (রোনালদো) উচিৎ ছিল আজই পরিস্কার করে বলে ফেলা।’

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের প্রধান অস্ত্রই যে রোনালদো, সেটা বলতে দেরি করেন নি রামোস, ‘সে (রোনালদো) আমাদের ম্যাচ জয়ের চাবি। এখান থেকে ভালো কোনো জায়গা সে পাবেনা।’

২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসেন রোনালদো। প্রতিবারই নতুন কিছু চমক দেখিয়েই যাচ্ছেন তিনি। রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনও এর আগে বেশকয়েকবার উঠছে, তবে তা সত্যি হয়নি। কিন্তু এবার ক্লাব ছাড়ার আভাস পাওয়া গেছে পর্তুগিজ স্ট্রাইকারের কাছ থেকে। রিয়াল সমর্থকরা অবশ্য তাকে এখানেই (রিয়াল মাদ্রিদ) চাইবেন। তাই পুরোপুরি ঘোষণা পাওয়ার আগে আপাতত তাকিয়ে থাকতে হচ্ছে রোনালদোর দিকেই।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন