Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৩

মৃত্যু: প্রতীকী ছবি

নাটোর: নাটোরের স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে নাটোর স্টেশন সংলগ্ন হুগোলবাড়িয়া গোডাউনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জমিন উদ্দিন নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দীঘা গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক এবং মানসিক রোগী৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে জমিন আলী সাইকেল নিয়ে কৃষ্ণপুর দীঘার বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে বাড়ি ফিরে আসেননি। সকালে লোকজন তার মরদেহ রেল লাইনের ওপরে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পরিবার ও স্টেশনে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান আসাদ জানান, এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় সংবাদ দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো